Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

অত্র উপজেলায়  কার্যকর  প্রাথমিক সমবায়  সমিতির সংখ্যা ৮৯ টি, অকার্যকর সমবায় সমিতির সংখ্যা- ১৪ টি,  সদস্য সংখ্যা ২২৩৫০  জন।  শেয়ার মূলধন ৩২৮৭৪৫০ টাকা।  সঞ্চয় আমানত ১২০৮৭৬৫০টাকা। ২০২২-২০২৩ বষে ননটাক্স রেভিনিউ (অডিট ফি) ৪৯০৩০/ টাকা ভ্যাট ৭৩৫৫/- টাকা।  ২০২৩-২০২৪ বষে নিবন্ধন ফি ৯০০/- টাকা। ভ্যাট ১৩৫/টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

    নতুন সমবায় সমিতি  নিবন্ধনের ক্ষেত্রে কুড়ি (বিশ) জন ব্যক্তির উপস্থিতিতে ০১ (এক) টি সাংগঠনিক সভা করে নিম্ন বণিত সিদ্ধান্ত গ্রহন করতে হবে। 

 

ক) সমিতির নামকরন।

খ) সমিতির সভ্য নির্বাচনী  এলাকা।

গ) সমিতির ঠিকানা।

ঘ) উপ-আইন প্রনয়ন।

ঙ) ব্যবস্থাপনা কমিটি গঠন।

উপজেলা সমবায় কার্যালয়, মধুখালী, ফরিদপুর এর তথ্য বাতায়নে  স্বাগতম। ডান পাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছ ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

উপজেলা সমবায় কার্যালয়, মধুখালী, ফরিদপুর এর জাতীয় তথ্য বাতায়নে স্বাগতম